আমাদের পরিকল্পনা ছিল, আমাদের সব হিসেব অনলাইন এ আনা আস্তে আস্তে । দেশে প্রচুর প্রতারনা হয়, টাকা নিয়ে ভেগে যাওয়ার মত ঘটনা হামেশাই ঘটে । আমরা এটা করতে চাই না, আমরা স্বচ্ছতার সাথে ব্যাবসা করতে চাই যা হালাল হবে আমাদের এবং আমাদের বিনিয়োগকারিদের জন্য ।
এটা একদিনে সম্ভব না, অনলাইন এ সব নিয়ে আসা প্রথম ধাপ হিসেবে আমরা আমাদের বিনিয়োগাকারিদের সবাইকে একটা অ্যাপ্লিকেহসন এ নিয়ে আসছি । এখানেই পরবর্তীতে আরো সুবিধা সংযুক্ত করা হবে ।
আপাতত, বিনিয়োগ এর হিসেব, তাদেরকে নিয়মিত তথ্য দেয়ার জন্য শুরু করা হয়েছে ।
এখন একজন বিনিয়োগকারি আমদের অ্যাপ্লিকেশন ব্যাবহার করেই বিনিয়োগ ব্যাবস্থাপনা সহজে করতে পারবেন ।
এরপরে লগিন করতে হবে
লগিন করার পরে, ড্যাশবোর্ডে থাকা Open Packages থেকে
থেকে Request for Purchase এ ক্লিক করুন ।
এখানে Quantity তে আপনি যে কয়টি শেয়ার নিতে চান সে কয়টী শেয়ার সিলেক্ট করলে প্রতি শেয়ার ৫০০০০ হিসেবে আপনার বিনিয়োগ এর পরিমান চলে আসবে ।
এই পর্যায়ে আমাদেরকে পেমেন্ট করার ইন্সট্রাকশন পাবেন যা নিচের লেখার মত যা এই লিংকে গেলে পাবেন ।
https://app.freshie.farm/bookings/pending
১. আপনার বুকিং করা বিনিয়োগ প্যাকেজ পেন্ডিং আছে। অনুগ্রহপূর্বক লাল রঙ এর বুকিং কোড সংরক্ষন করুন।
২. আপনি সরাসরি Bank Deposit করতে পারবেন। অথবা BEFTN, NPSB এর মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন।
Al arafah Islami Bank
Mohadebpur Branch, Naogaon
freshie farm
4091020022935
৩. টাকা পাঠানোর সময় Deposit Slip অথবা ফর্ম এর রেফারেন্সের ঘরে অবশ্যই আপনার বুকিং কোড উল্লেখ করুন।
৪. টাকা পাঠানোর পর Deposit Slip এর ছবি উঠান অথবা App এর Success Message এর Screenshot নিন।
৫. আমাদের User Dashboard এর My Bookings এ গিয়ে Submit Payment Proof বাটন প্রেস করুন।
৬. একটি ফর্ম পাবেন। ফরমটি পুরন করুন এবং পেমেন্ট প্রুফ হিসেবে রাখা ছবিটি সংযোজন করে সেভ করুন।
৭. আমাদের এডমিনের পক্ষ থেকে পেমেন্ট কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন।