আমাদের বাগানের ঘর

রাতে পাহারা দেয়ার জন্য, এছাড়াও কৃষি কাজের জন্য কোদাল, কাচি, ড্রাম সহ অন্যান্য জিনিসপত্র একখানে রাখা হয় ।

আমাদের লাগানো আম গাছ

আমাদের লাগানো আম গাছের চারা । এই আম গাহ গুলো আর ২ বছর পরে আম দেবে ইনশাল্লাহ । স্বপ্নগুলো বড় হচ্ছে আমাদের সাথে সাথেই !

কফির চারা

আমরা ৮৫০ টি কফি চারা লাগিয়েছি পরিক্ষামূলকভাবে ।
২০২৩ এর এপ্রিলে ফুল আসতে পারে এবং এই কফি আমরা ২০২৪ এর জানুয়ারি ফেব্রুয়ারিতে পান করতে পারব ইনশাল্লাহ

হানি ডিউ

আমের সাথি ফসল হিসাবে লাগানো হয়েছে, যে মাচা রয়ে যাবে সেখানে আমরা নীল অপরাজিতা ফুল এর গাছ লাগাবো নীল রঙ এর চা বা ব্লু টি এর জন্য ।

প্রজেক্ট গ্রীনিফাই – ১

প্রজেক্ট – ১ এর কাজ শেষের দিকে , এই প্রজেক্ট পোরশা উপজেলার
নোনাহার পশ্চিম পাড়ার সারক ডাঙ্গার মাঠে অবস্থিত ।

২৬ বিঘা

২০ বিঘায় আম, ১ বিঘায় কফি বাগান,৩ বিঘায় আখ, ৩ বিঘায় ড্রাগন ।
আম লাগানর কাজ   হয়ে গেছে, আখ ৩ বিঘায় লাগানো হয়ে গেছে, ৮৫০ টি কফি চারা লাগানো হয়েছে ।

১৩ জন বিনিয়োগ করেছেন

আমাদের উপর ১৩ জন ভরসা করেছেন । আমরাও, তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ পরিশ্রম করে তাদেরকে বিনিয়োগের হালাল উপার্জন ফিরিয়ে দিতে ।

ছবিতে দেবেন এবং ভোলানাথ কাকা, আম গাছের চারা লাগানর কাজ করছেন – প্রজেক্ট -১ এ ।

প্রজেক্ট – ১ এ আর বিনিয়োগ নেয়া হচ্ছে না । আমাদের এই প্রজেক্ট এর সব জমি নেয়া শেষ ।
আগ্রহী হলে আপনি আমাদের এই বছরের নভেম্বর এ শুরু হতে যাওয়া নতুন ১০০ বিঘা+ প্রজেক্ট ২ তে বিনিয়োগ করতে পারেন ।
২য় প্রজেক্ট এও, আখ, আম আর কফি লাগানো হবে । আমরা একখন আগের চাইতে আরো অভিজ্ঞ এই ধরনের প্রজেক্ট বাস্তবায়নে ।