আমাদের কথা

আমরা নিরাপদ খাবারের স্বপ্ন দেখি ।

বাজারের প্রায় সবকিছুতেই ভেজাল, সবজিতে ভেজাল না থাকলেও, বেশিরভাগ সবজিই হাইব্রিড এবং কীটনাশক আর রাসায়নিক সার এ চাষ করা । নিরাপদ খাবার চাষিরা উতপাদন করতে চায় না কারন এতে তারা লাভবান হয় না বেশিরভাগ সময়েই ।
চাষিরা লাভবান হলে তবেই তারা উতপাদন করবে । গত ৬০ বছরে সবুজ বিপ্লবের প্রচার প্রচারনায় আমাদের দেশি সবজি হারিয়ে যেতে বসেছে, স্বাদের বিষয়েও একই কথা । আমরা দেশি সবজি, নিরাপদ খাবারের জন্য নিজেরা এবং চাষি ভাইদের সাথে নিয়ে এগোতে চাই ।

একটি ভাল দল, অসম্ভব সব কাজকে সহজ করে দেয় ।

দলের মাঝের বোঝাপড়া, আস্থা আর বিশ্বাস দলকে অপ্রতিরোধ্য করে তোলে।  

জাহিদ, মুজাহিদুল ইসলাম জাহিদ

ফাউন্ডার

 

অমিত, অমিত হাসান

র‍্যাঞ্চ ম্যানেজার

 

সোহাগ, আতিক শাহরিয়ার

কুঁড়েঘর ম্যানেজার

 

চয়ন, তওফিক রহমান চয়ন

ফার্ম ম্যানেজার

 

রাসেল, রাসেল মিয়া

গ্রীনিফাই ম্যানেজার

 

পোলেন, জাহিদুল হাসান পোলেন

একাউন্টস

 

শিহাব, আসমাউল হোসেন শিহাব

সেলস হেড 

 

কাস্টমার সাপোর্ট

নাবিল , নাবিল ওয়ালিদ

 

 

তানবির, তানবির রবিন

 

 

শিপন, মোস্তাকিম শিপন

 

 

আইটি

সনি, আবেদিন সনি

সিটিও

রনি,দেলোয়ার হোসেন রনি

 

 

মেহেদি, মেহেদি হাসান

প্রোগ্রামার 

 

কন্টেন্ট টিম

নিলয়, মুরসালিন নিলয়

 

 

তানিম, খন্দকার আল হাসান তানিম

 

 

সাগর, সাগর সরকার

 

 

জয়, সায়েদ আলম জয়

 

 

টিম বড় হচ্ছে,

একদিন আমাদের অনেক বড় টিম হবে !