আমাদের কথা
আমরা নিরাপদ খাবারের স্বপ্ন দেখি ।
বাজারের প্রায় সবকিছুতেই ভেজাল, সবজিতে ভেজাল না থাকলেও, বেশিরভাগ সবজিই হাইব্রিড এবং কীটনাশক আর রাসায়নিক সার এ চাষ করা । নিরাপদ খাবার চাষিরা উতপাদন করতে চায় না কারন এতে তারা লাভবান হয় না বেশিরভাগ সময়েই ।
চাষিরা লাভবান হলে তবেই তারা উতপাদন করবে । গত ৬০ বছরে সবুজ বিপ্লবের প্রচার প্রচারনায় আমাদের দেশি সবজি হারিয়ে যেতে বসেছে, স্বাদের বিষয়েও একই কথা । আমরা দেশি সবজি, নিরাপদ খাবারের জন্য নিজেরা এবং চাষি ভাইদের সাথে নিয়ে এগোতে চাই ।
একটি ভাল দল, অসম্ভব সব কাজকে সহজ করে দেয় ।
দলের মাঝের বোঝাপড়া, আস্থা আর বিশ্বাস দলকে অপ্রতিরোধ্য করে তোলে।

জাহিদ, মুজাহিদুল ইসলাম জাহিদ
ফাউন্ডার
অপারেশন এন্ড ম্যানেজমেন্ট