উগান্ডায় আমরা শুরু করতে যাচ্ছি !   

প্রতি শেয়ার ১০০০ ডলার

উগান্ডায় আমাদের লিমিটেড কোম্পানির লাইসেন্স হয়ে গেছে

লিমিটেড কোম্পানি, ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্সসহ যেসব লাইসেন্স আছে উগান্ডায় এসব করা হয়েছে।  

৫০০০ একর নিচ্ছি আমরা

১০০০ একর কেনা হবে, ৪০০০ একর ২৫ বছরের লিজ নেয়া হচ্ছে । এখানে আমরা ৩ ভাগ করে এগ্রো, ফিশ ফার্ম, গরু এবং ছাগল ফার্ম করা হবে।

এটা প্রজেক্ট এর শেয়ার হবে - কোম্পানির না ।

আপাতত, আমরা উগান্ডার – ১ ফার্ম নামে শুরু করব । এই প্রজেক্ট এর ১৫০০০ শেয়ার আমরা এখন দিচ্ছি ।

আফ্রিকায় আমরা বাংলাদেশ থেকে বিনিয়োগ গ্রহন করতে পারছি না –

আইনগত কারন ।

প্রবাসি বাংলাদেশিরা করতে পারবেন

সরাসরি উগান্ডার আমাদের কোম্পানি একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন ! সব মিলিয়ে আমাদের ১৫০০০ শেয়ার থাকবে এই প্রজেক্ট এ ।

৫০০০ একর জমিতে ফার্ম

আমরা গরু, ছাগল, লোকাল ফসল কাসাভা, মিস্টি আলু এসব চাষ করব । একই সাথে অল্প করে ড্রাগন দিয়ে শুরু করে আস্তে আস্তে উৎপাদন বাড়াব ।

এই বিনিয়োগ ২৫ বছর মেয়াদি ।

আপাতত ২৫ বছরের পরিকল্পনা । পরবর্তীতে লাভ ভাল আসলে হয়ত আমরা এখানে জমি পুরোপুরি কিনে ফেলব । সেখানেও জমির মালিকানা শেয়ার সহ থাকবে । পরিচালনায় ফ্রেশি ফার্ম থাকবে । 

এখানে কি করা হবে

গরু ছাগলের খামার

এখানে গরু ছাগল এর খামার করা হবে, ছেড়ে দিয়ে পালা হবে । কোণ দানাদার খাবার খাওয়ানর দরকার হবে না । আমরা হয়ত ৩০০০ একরে এটা করব ।

ফসল চাষ

১২০০ একর জমিতে আমরা কাসাভা, মিস্টি আলু, ডাল জাতীয় ফসল চাষ করতে চাই যা প্রসেস করে রাখা যায় ।

মাছের খামার

৩০০ একরে আমরা মাছের খামার করতে চাই, প্রধানত তেলাপিয়া এবং মাগুর জাতীয় মাছ এর এখানে প্রচুর চাহিদা ।

ফল বাগান

ফল বাগানের জন্য ম্যাকাডেমিয়া নাট, ড্রাগন ফলের চারা তৈরি করতে চাই । বাজার তৈরির সাথে সাথে আমরা ড্রাগন ফলের চাষ বাড়াতে চাই ।

কিভাবে লভ্যাংশ ভাগ করা হবে

আমরা, পুরো প্রজেক্টকে লাভজনক করার পরে, আমরা লাভের ৫০% ভাগ নেব, ৫০% শেয়ার অনুযায়ী ভাগ করে দেব। উল্লেখ্য, পুরো প্রজেক্ট লাভজনক জায়গায় নিয়ে যেতে ৩ বছর সময় লাগবে, তবে প্রথম বছর এর পরে থেকেই প্রতি বছর ইন্টারন্যাল অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ।

?

উল্লেখ্য, এবং গুরুত্বপুর্ন

বিনিয়োগ এর ৩য় বৎসর বা ৩৬ মাস পর থেকে হয়ত আমরা লাভ দেয়া শুরু করতে পারব, এর আগে হবে কিনা এখনই সেটা নিশ্চিত করে বলা সম্ভব না ।

বিনিয়োগ করতে, এসে আমরা চাই না কেউ তার শেষ সম্বল এখানে দিন – কারন এতে বিনিয়োগকারির বিনিয়োগ করার সিদ্ধান্ত ভূল হতে পারে।  আপনার অলস টা কা থাকলে সেটা বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছি ।

একই সাথে, আমরা আইনগত বাধ্যবাধকতা থাকায় – বাংলাদেশে কোন বিনিয়োগ নিচ্ছি না, ব্যাংকে বা ক্যাশে । বাংলাদেশের এবং আমাদের আফ্রিকার অপারেশন পুরোপুরি আলাদাভাবে পরিচালিত হবে ।

নিচের ফর্ম পূরন করুন আপন আগ্রহী হলে, আমরা শুরু করলে ধারাবাহিকভাবে যোগাযোগ করব ।

এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমন্ত্রণ জানাবো ইমেইল এ, হোয়াটসঅ্যাপ এ মেসেজের মাধ্যমে । এক সাথে আমরা সবার কাছে বিনিয়োগ নিতে পারব না- একই প্রজেক্ট এই সবাই আসবে- কিন্তু একসাথে সবার টা গ্রহন করার ব্যাংকে লিমিটেশন আছে ।