উগান্ডায় আমরা শুরু করেছি !   

প্রতি শেয়ার ১০০০ ডলার

উগান্ডায় আমাদের লিমিটেড কোম্পানির লাইসেন্স হয়ে গেছে

লিমিটেড কোম্পানি, ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্সসহ যেসব লাইসেন্স আছে উগান্ডায় এসব করা হয়েছে।  

৫০০০ একর

১০০০ একর কেনা , ৪০০০ একর ২৫ বছরের লিজ নেয়া । এখানে আমরা ৩ ভাগ করে এগ্রো, ফিশ ফার্ম, গরু এবং ছাগল ফার্ম করা হবে।

এটা প্রজেক্ট এর শেয়ার হবে - কোম্পানির না ।

আপাতত, আমরা উগান্ডার – ১ ফার্ম নামে শুরু করব । এই প্রজেক্ট এর ১৫০০০ শেয়ার আমরা এখন দিচ্ছি ।

আফ্রিকায় আমরা বাংলাদেশ থেকে বিনিয়োগ গ্রহন করতে পারছি না –

আইনগত কারন ।

প্রবাসি বাংলাদেশিরা করতে পারবেন

সরাসরি উগান্ডার আমাদের কোম্পানি একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন ! সব মিলিয়ে আমাদের ১৫০০০ শেয়ার থাকবে এই প্রজেক্ট এ ।

৫০০০ একর জমিতে ফার্ম

আমরা গরু, ছাগল, লোকাল ফসল কাসাভা, মিস্টি আলু এসব চাষ করব । একই সাথে অল্প করে ড্রাগন দিয়ে শুরু করে আস্তে আস্তে উৎপাদন বাড়াব ।

এই বিনিয়োগ ২৫ বছর মেয়াদি ।

আপাতত ২৫ বছরের পরিকল্পনা । পরবর্তীতে লাভ ভাল আসলে হয়ত আমরা এখানে জমি পুরোপুরি কিনে ফেলব । সেখানেও জমির মালিকানা শেয়ার সহ থাকবে । পরিচালনায় ফ্রেশি ফার্ম থাকবে । 

এখানে কি করা হবে

গরু ছাগলের খামার

এখানে গরু ছাগল এর খামার করা হবে, ছেড়ে দিয়ে পালা হবে । কোণ দানাদার খাবার খাওয়ানর দরকার হবে না । আমরা হয়ত ৩০০০ একরে এটা করব ।

ফসল চাষ

১২০০ একর জমিতে আমরা কাসাভা, মিস্টি আলু, ডাল জাতীয় ফসল চাষ করতে চাই যা প্রসেস করে রাখা যায় ।

মাছের খামার

৩০০ একরে আমরা মাছের খামার করতে চাই, প্রধানত তেলাপিয়া এবং মাগুর জাতীয় মাছ এর এখানে প্রচুর চাহিদা ।

ফল বাগান

ফল বাগানের জন্য ম্যাকাডেমিয়া নাট, ড্রাগন ফলের চারা তৈরি করতে চাই । বাজার তৈরির সাথে সাথে আমরা ড্রাগন ফলের চাষ বাড়াতে চাই ।

কিভাবে লভ্যাংশ ভাগ করা হবে

আমরা, পুরো প্রজেক্টকে লাভজনক করার পরে, আমরা লাভের ৫০% ভাগ নেব, ৫০% শেয়ার অনুযায়ী ভাগ করে দেব। উল্লেখ্য, পুরো প্রজেক্ট লাভজনক জায়গায় নিয়ে যেতে ৩ বছর সময় লাগবে, তবে প্রথম বছর এর পরে থেকেই প্রতি বছর ইন্টারন্যাল অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ।

?

উল্লেখ্য, এবং গুরুত্বপুর্ন

বিনিয়োগ এর ৩য় বৎসর বা ৩৬ মাস পর থেকে হয়ত আমরা লাভ দেয়া শুরু করতে পারব, এর আগে হবে কিনা এখনই সেটা নিশ্চিত করে বলা সম্ভব না ।

বিনিয়োগ করতে, এসে আমরা চাই না কেউ তার শেষ সম্বল এখানে দিন – কারন এতে বিনিয়োগকারির বিনিয়োগ করার সিদ্ধান্ত ভূল হতে পারে।  আপনার অলস টা কা থাকলে সেটা বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছি ।

একই সাথে, আমরা আইনগত বাধ্যবাধকতা থাকায় – বাংলাদেশে কোন বিনিয়োগ নিচ্ছি না, ব্যাংকে বা ক্যাশে । বাংলাদেশের এবং আমাদের আফ্রিকার অপারেশন পুরোপুরি আলাদাভাবে পরিচালিত হবে ।

নিচের ফর্ম পূরন করুন আপন আগ্রহী হলে, আমরা শুরু করলে ধারাবাহিকভাবে যোগাযোগ করব ।

register

রেজিস্ট্রেশন করুন

আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এ রেজিস্ট্রেশন করুন

register

ড্যাশবোর্ড থেকে বুকিং পেজে গিয়ে বুকিং দিন ।

লগিন করার পরে এমন বুকিং অপশন পাবেন । যে কয়টি শেয়ার নিতে চান এখানে সিলেক্ট করে বুকিং দিন ।

register

বুকিং দিন

লগিন করার পরে এমন বুকিং অপশন পাবেন । যে কয়টি শেয়ার নিতে চান এখানে সিলেক্ট করে বুকিং দিন ।

register

পেমেন্ট প্রুফ সাবমিট

ব্যাংক ট্রান্সফার করার স্লিপ / স্কিনশট এখানে আপলোড করবেন – বুকিং কোড টড়ান্সফার এর সময়ে লিখে দিলে ভাল হয় ।

?

এটা ২৫ বছর মেয়াদি প্রোজেক্ট

এই প্রোজেক্ট এর মেয়াদ ২৫ বছর । আমরা ২৫ বছরের জন্য ৪০০০ একর জমি লিজ নিচ্ছি এবং ১০০০ একর জমি কিনতে যাচ্ছি ।

?

প্রোজেক্ট শেষে কি হবে ?

স্থাবর অস্থাবর সব কিছু বিক্রি করে দিয়ে, বিনিয়োগাকারীদের মাঝে দিয়ে দেয়া হবে শেয়ার অনুপাতে ।

?

মালিকানা দেয়া হবে কিনা ?

প্রজেক্ট এর মালিকানা পাচ্ছেন – যতদিন প্রজেক্ট থাকবে । যেহেতু ২৫ বছর মেয়াদি , কাজেই এরপর লেনদেন ক্লিয়ার হলে এটা বন্ধ হয়ে যাবে ।

?

লাভের গ্যারান্টি কি

আমরা গ্যারান্টি দিচ্ছি না, কারন আমরা দেশে শরিয়া কমপ্লায়েন্স কোম্পানি – এখানেও হালাল ভাবে ব্যাবসা পরিচালনার ইচ্ছে ।
লাভ লস দুইটাই শেয়ার করা হবে ।
লাভের বিষয়ে, আমরা অভিজ্ঞ – সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে আমাদের ।
?

কি কি কাগজপত্র পাবো বিনিয়োগ করলে

অনলাইন সফটকপি –
পরে আইনগতভাবে কোণ ফ্রেমওয়ার্ক এ এলে সেটা করা হবে
?

শেয়ার যদি ছেড়ে দিতে চাই তাহলে কি হবে

শেয়ার ফেরত নিতে হলে, ৬ মাস আগে জানাতে হবে। শেয়ার অই সময়ের বাজারদর বা সেই সময়ের নেগোসিয়েশন দামে নির্ধারণ করা হবে।

?

যদি সবই লস হয়ে যায় তাহলে কি হবে

সব বিনিয়োগ এখানেই একটা প্রজেক্ট এই করব এমন না । কিছু বিনিয়োগ তাঞ্জানিয়া, সাউথ সুদানের জুবায়, কিছু কেনিয়াতে করা হবে । রিয়েল এস্টেট, এবং টুরিজম এ ।
কোন বছরে লস হলেও – সেখানে আমাদের পুরো মূলধন উড়ে যাবে এমন না । বিনিয়োগ ডিসেন্ট্রালাইজ করা হবে পুরো ব্যাবসার নিরাপত্তার জন্যই ।
?

হিসেব পাব কিভাবে ?

আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এ সব আপডেট পাবেন । বিনিয়োগসহ, লাভ ক্ষতি সকল হিসাব অনলাইন অ্যাপ্লিকেশন এ দেয়া থাকবে ।

এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমন্ত্রণ জানাবো ইমেইল এ, হোয়াটসঅ্যাপ এ মেসেজের মাধ্যমে । এক সাথে আমরা সবার কাছে বিনিয়োগ নিতে পারব না- একই প্রজেক্ট এই সবাই আসবে- কিন্তু একসাথে সবার টা গ্রহন করার ব্যাংকে লিমিটেশন আছে ।