আপনার স্বপ্নের বাগান আমরা গড়ি !
আম বাগান,পেয়ারা বা বড়ই বাগান করার ইচ্ছে আছে, কিন্তু পিছুটানের কারনে বাগান দেখাশোনা বা সময় দেয়ার মত সময় নেই –
তাদের জন্য আমরা প্রজেক্ট গ্রীনিফাই চালু করেছিলাম !
ইচ্ছে আছে, সময় নাই
আপনি নিজের একটি বাগান করতে চান অথচ আপনার সময় নাই । পিছুটানের কারনে শহর ছেড়ে বাগানে থাকার মত অবস্থায় আপনি নেই । বছরে হয়ত ১০ দিন পারবেন কিন্তু সারা বছর সম্ভব না আপনার জন্য ।
অভিজ্ঞতা নেই, সাথে পিছুটান
বিনিয়োগ অনেক বেশি প্রয়োজন
নতুন বাগান
বাগান ১২ বছরের জন্য লিজ নেয়া হবে । প্রথম ২ বছর পর থেকে উপার্জন শুরু হবে । আপনি যেকোন পরিমান জমির জন্য বিনিয়োগ করতে পারেন ।
১ লাখ ২৫০০০ প্রতি বিঘা
প্রতি বিঘা জমি লিজ খরচ, চারা খরচ, যত্ন নেয়া সহ আম ধরা পর্যন্ত এই খরচ হবে । এরপর প্রতি বছরের খরচ বাগান থেকেই চলে আসবে । পরে আর কোন বিনিয়োগ এর প্রয়োজন হবে না ইনশাল্লাহ ।
ফিলিপাইন ব্লাক জাতের আখ
আমরা ভাল ফলন হয় এমন ফিলিপাইন ব্লাক আখ রোপন করেছি ৬ বিঘায়, এটা ২০২৪ এই ফলন পাব আশা করছি ।
৩৫০০ কফি গাছ
গ্রীনিফাই ১ ভাল ফলাফল দেখার পরে গ্রীনিফাই ২ এ আমরা আরো নতুন ৩৫০০ নতুন কফি চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছি । এই চারা ২০২৩ এর ডিসেম্বর এ রোপন করা হবে ইনশাল্লাহ ।
আমরা ২০২৬ এ এই কফি থেকে কফি বিন পাব আশা করছি ।
প্রজেক্ট গ্রীনিফাই -২
নতুন বিনিয়োগ নেয়া হবে কিনা ?
আমাদের লিজ নেয়া সকল জমির শেয়ার বিক্রি হয়ে গেছে, নতুন বিনিয়োগ আর নেয়া হচ্ছে না ।
চুক্তি হবে কি ?
অবশ্যই চুক্তি হবে, লিখিত এবং লিগ্যাল অ্যাডভাইজার থাকবে । যেখানে নমিনি উল্লেখও করতে হবে । এটা ১২ বছরের প্রজেক্ট ।
আপনাদের লাইসেন্স আছে কি ?
জ্বি, আমরা চুক্তি করবো লিমিটেড কোম্পানি হিসাবে । আপনার বিনিয়োগ নিরাপদ ।
হিসাব কিভাবে জানতে পারব ?
সকল হিসাব অনলাইন এবং আমাদের অ্যাপস এর মাধ্যমে জানতে পারবেন ।
আমাদের বর্তমানে ৩৫ একর জমিতে আম, ড্রাগন কফি,ধান, মাছের এবং আখের প্রজেক্ট চলমান ।
প্রজেক্ট -১, ২০২১ এর ডিসেম্বর এ মাঠ পর্যায়ে শুরু হয়েছে । সেখানে চিয়ানংমাই, চাকাপাত, অস্টিন, থ্রি টেস্ট, ব্যানানাম, গৌড়মতি এবং বারি -৪ জাতের ২৭০০ গাছ লাগানো হয়েছে । কফি লাগানো হয়েছে ৮৫০ টি, ৩ বিঘায় ড্রাগন এবং ২.৫ বিঘায় ফিলিপাইন ব্লাক আখ লাগানো হয়েছে ।
এখানে প্রজেক্ট করার অভিজ্ঞতা আমাদের প্রজেক্ট ২ তে সাহায্য করেছে কিভাবে সহজে আর খরচ বানিয়ে সফল প্রজেক্ট করা যায় ।
২য় বছর থেকে লাভ আসা শুরু করবে ।
এটা আনুমানিক বিঘা প্রতি ৩০,০০০-৮০,০০০ হতে পারে ।
সৎভাবে চিন্তা করলে, ১২ বছরের এই প্রজেক্ট এ প্রথম বছর বাদ দিয়ে প্রতি বছরই লাভ হবে এমন নাও হতে পারে । আবহাওয়া, বাজার সব মিলিয়ে স্বাভাবিকভাবেই লসও হতে পারে আমাদের ।
আমরা সৎ এবং হালাল ভাবে ব্যাবসা করতে চাই । কাজেই, ব্যাবসায় যেমন লাভ এবং লস ২ টিই হতে পারে – এটাকে বিবেচনায় রেখেই বিনিয়োগ করার অনুরোধ ।
গ্রীনিফাই ২ এ সকল গাছ লাগানো শেষ ।
আগামী বছর – ২০২৬ থেকে আমাদের পুরো ফলন চলে আসবে ইনশাল্লাহ ।
আমাদের উতপাদিত পন্য ঢাকায় বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে আমাদের অনলাইন শপ এ সয়াসরি অর্ডার করে আমাদের ফল কিনতে পারবেন ।