শ্রীলিংকায় রাসায়নিক সার আমদানি বন্ধ হবার পর….

শ্রীলংকাতে এই মুহুর্তে মজার ঘটনা ঘটতেছে ।


তাদের সরকার সকল প্রকার রাসায়নিক সার, কীটনাশক আমদানি বন্ধ করার ঘোষনা দিয়েছে ।
চিন্তা করেন, আপনি ধান লাগিয়েছেন, এই সিজনে আমন ধান লাগানর পরে আপনার বিঘা প্রতি ২০/২৫ কেজি ইইউরিয়া না দিলে আপনার অর্ধমৃত জমিতে ধানের ফলন অর্ধেক হয়ে যাবে ।


যদি এমন হয় যে, এই ধান থেকে পাওয়া চাল দিয়ে আপনার পরিবারের আগামী ৬ মাসের ভাত আসার কথা, তাহলে আপনি বিপদে পড়ে গেছেন । কারন, আপনার ফলন অর্ধেক হবে, বাজারে ধান চালের দাম দ্বিগুন বা ২.৫ গুন বেড়ে যাবে ।


রাসায়নিক সার যদি না আসে, প্রায় সকল ফসলই ফলন কমে যাবে । কারন বর্তমানে প্রায় সকল সবজি হাইব্রিড জাতের । চাইলেই কেউ বাজারে ন্যাটিভ জাতের কোন বিজ পাবে না ।


এই ঘোষনা আসার সাথে সাথে চিনির দাম কেজি এখন ২০০/কেজি রুপি হয়ে গেছে ।


এ থেকে কি কি ঘটতে পারে ?


প্রায় সকল জিনিসের দাম বেড়ে গেছে, এর সাথে গত এক বছরে শ্রীলংকার রুপি দাম ৭ গুন কমে গেছে ডলারের বিপরিতে । সামনে তাদের দেশে দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থা হতে যাচ্ছে ।


এমন কিছু কি এর আগে কখনও ঘটেছিল ?


এর আগেও একবার কিউবাতে এমন ঘটনা ঘটেছিল । সোভিয়েত রাশিয়া মদদপুস্ট চারিদিকে আমেরিকার কোলের মাঝে থাকা কিউবার কৃষি সারের জন্য পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল ছিল ।


ঘাড়ত্যাড়া ছাত্রদলের হাতে আ-ফগানে মার খেয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর হুট করেই রাশিয়া কিউবাকে সার দিতে অপারগতা প্রকাশ করে । আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় অন্য দেশগুলো থেকেও কিবা সার কিনতে পারেনি । সমাজতান্ত্রিক দেশ হিসাবে তারা গরিব ছিল । তাদের ফসল উতপাদন কমে অর্ধেক হয়ে যায় ।

জনপ্রতি ৩২০০ কিলোক্যালরি এর বদলে তারা ২১০০কিক্যাঃ খাবার খেতে বাধ্য হয় । তাদের সুবিধা ছিল – তারা সুপ্রীম লিডার যা বলে তা শুনতে অভ্যস্ত, বাধ্য ছিল । তাদের সমাজে এটা জনগনের মাঝে সহজ ছিল যে, সরকার যা বলে তার বাইরে কিছু করার চিন্তাই করা যায় না ।

কিবান সরকার বিশ্বঃ এর সাথে বসে সমস্যার সমাধান খুজে বের করে । তারা সারাদেশে অর্গানিক কৃষিতে চলে যায় । মেশিনারিজ বাদ দিয়ে, তারা গরু দিয়ে হাল চাষ, শহরের সকল পতিত জমিতে তাদের দেশীয় সবজি চাষ করে যেখানে রাসায়নিক সার লাগত না । রাসায়নিক সার না দেওয়ায় সেখানে কীটনাশক কম আসত । এভাবে সারা দেশে অর্গানিক ফসল উতপাদনের রীতি চালু হয় ।


শ্রীলংকা গণতান্ত্রিক দেশ – সরকার যা বলবে, নির্বাচনে জেতার জন্য বিরোধীদল সকল সময় তার বিরোধীতা করবে এটাই আমাদের উপমহাদেশ এর চিত্র । এই জরুরি অবস্থায় তারা কিবা_ন দের মত একাগ্রতার সাথে কাজ করতে পারবে এমন আশা করা যায় না ।


অথচ তারা খাদ্য আমদানি করবে এমন সক্ষমতা তাদের নাই, মাঝে যে খাবার উতপাদন ভয়ানকভাবে ব্যাহত হবে – সেটা ঠেকানর সাধ্যও নাই রাসায়নিক কৃষিতে থাকার কারনে ।

শ্রীলংকার শান্তিপ্রিয় গরিব মানুষদের জন্য সমবেদনা !
রাজনিতির কারনে কত মানুশই না এখন কস্ট পাবে ।

“হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে,
কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র”

কিভাবে নতুন বিনিয়োগকারিরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাবহার করে বিনিয়োগ করতে পারবেন

কিভাবে নতুন বিনিয়োগকারিরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাবহার করে বিনিয়োগ করতে পারবেন

আমাদের পরিকল্পনা ছিল, আমাদের সব হিসেব অনলাইন এ আনা আস্তে আস্তে । দেশে প্রচুর প্রতারনা হয়, টাকা নিয়ে ভেগে যাওয়ার মত ঘটনা হামেশাই ঘটে । আমরা এটা করতে চাই না, আমরা স্বচ্ছতার সাথে ব্যাবসা করতে চাই যা হালাল হবে আমাদের এবং আমাদের বিনিয়োগকারিদের জন্য । এটা একদিনে সম্ভব না,...

আবর্তনশীল ক্ষেতি পদ্ধতি

আবর্তনশীল ক্ষেতি পদ্ধতি

এক রাখাল, তার গাইকে চড়াতে দিয়ে গাছের ছায়ায় আরামেই বসেছিল । আধা মুর্খ সেই রাখালের কাছে এক সরকারি কৃষি কর্মকর্তা গেল এবং আলোচনা শুরু করল ।সরকারি লোক জিজ্ঞেস করল - তোমার এই গরু কত লিটার দুধ দেয় ?রাখাল - আমার পরিবারের জন্য যথেস্ট পরিমান ।সরকারি লোকঃ তুমি কেন কৃত্রিম...

কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল ।

কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল ।

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পরে - কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল । কোল্ড ওয়ার এর সময়ে কিউবাকে দেয়া সোভিয়েত সাহায্য বন্ধ হয়ে যায় ।এই সাহায্যের মাঝে ছিল কৃষি যন্ত্রপাতি, সার, ট্রাক্টর । যে কারনে, যন্ত্র নির্ভর এবং কেমিকেল সার নির্ভর কিউবার কৃষি উতপাদন ব্যাপক...