কিভাবে প্রজেক্ট গ্রীনিফাই এর চিন্তা শুরু হল

একটা বাগান করতে চাই –


আম, বড়ই, আর অল্প কিছু জায়গায় দেশি কিছু ফল ।
সেখানে, সব মিলিয়ে ৫০ বিঘার মত যায়গা থাকবে । কিছুটা টিলা আকারের সবচে উচুতে দোতলা সমান উচুতে কয়েকটা ঘর থাকবে যেন বাগানের গাছের উপর দিয়ে বয়ে চলা বাতাস ঘরে আসে । বড় বড় জানালা দিয়ে দক্ষিনা বাতাস এসে যেন শরির জুড়ায়।


এই ঘরের চারপাশে কিছুটা যায়গা ফাকা থাকবে, এরপর চারপাশে কিছু দেশি জাতের ফলের গাছ থাকবে ।


বাকি যায়গায় পুরোপুরি বানিজ্যিক আম বাগান, যেখানে ২য় বছর থেকে গৌড়মতি, কাটিমন আর কিছু আম্রপালি জাতের আম গাছ থাকবে ।সেটার সাথি ফসল হিসাবে থাকবে বড়ই, কাশ্মিরি আপেল কুল আর টক কুল জাতের । অল্প কিছু নাহয় পেয়ারাও রইলো ।


সেখানে কিছু বেড়ার কুটির থাকবে । একেবারে গহিন সেই এলাকায় মাঝে মাঝে কিছু অলস লোক বেড়াতে আসবে । যারা শহরে ক্লান্ত হয়ে এখানে আসবেই আলসেমি করতে । খাবে আর ঘুমাবে – মাঝে মাঝে দোতলার খোলা মাচাং এ বসে বাতাসে ইজি চেয়ারে দোল খাবে আর বই পড়বে । বই পড়ার জন্য বস্তা বেধে এখানে নিয়ে আসতে হবে না । এখানেই যথেস্ট বই থাকবে ।


কুটিরের ভাড়া মেটাবে বই গিফট করে ।


চাইলে সন্ধার পরে কিছু মুভিও দেখল ।
এখানে খুব ভাল হাস পাওয়া যাবে, সাথে কালাই রুটি ত এখানের জাতীয় খাবার । ঝাল ঝাল হাসের মাংস দিয়ে রুটি খাবে কাদবে, চোখ মুছবে ঝালে – আহা !


দেশি মুরগি রাখতে হবে অনেক, অনেক, কবুতর রাখা উচিত, সাথে ২ খানা ঘোড়া, মহিষ থাকলে আরো ভাল – মহিষের পিঠে চড়ে ঘুরে বেড়ান চমৎকার বিষয় ।


কিছু সাইকেল রাখা জরুরি । বিকেল এ যদি মনে চায় কাছের বাজারে বা আশেপাশে বেড়ানোর জন্য সাইকেল ভাল ।


বাগান পাহারা দেয়ার জন্য সরাইলের কুকুর আনতে হবে ।
এ বছরই নভেম্বর এ শুরু করার চেস্টা করা যায় ।
নাচোল, পোরশার মাঝামাঝি এলাকায় – বরেন্দ্রভূমিতে ।

মাটির কাছাকাছি থাকলে, মানুশের ডিপ্রেশন কমে যায়, যারা ডিপ্রেশন এ ভোগে তারা এখানে এসে ১৫/২০ দিন কাবিখা, বাগানে কাজ করবে খাবে আর ঘুমাবে ।

ডিপ্রেশন পালিয়ে যাবে ।

কিভাবে নতুন বিনিয়োগকারিরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাবহার করে বিনিয়োগ করতে পারবেন

কিভাবে নতুন বিনিয়োগকারিরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাবহার করে বিনিয়োগ করতে পারবেন

আমাদের পরিকল্পনা ছিল, আমাদের সব হিসেব অনলাইন এ আনা আস্তে আস্তে । দেশে প্রচুর প্রতারনা হয়, টাকা নিয়ে ভেগে যাওয়ার মত ঘটনা হামেশাই ঘটে । আমরা এটা করতে চাই না, আমরা স্বচ্ছতার সাথে ব্যাবসা করতে চাই যা হালাল হবে আমাদের এবং আমাদের বিনিয়োগকারিদের জন্য । এটা একদিনে সম্ভব না,...

আবর্তনশীল ক্ষেতি পদ্ধতি

আবর্তনশীল ক্ষেতি পদ্ধতি

এক রাখাল, তার গাইকে চড়াতে দিয়ে গাছের ছায়ায় আরামেই বসেছিল । আধা মুর্খ সেই রাখালের কাছে এক সরকারি কৃষি কর্মকর্তা গেল এবং আলোচনা শুরু করল ।সরকারি লোক জিজ্ঞেস করল - তোমার এই গরু কত লিটার দুধ দেয় ?রাখাল - আমার পরিবারের জন্য যথেস্ট পরিমান ।সরকারি লোকঃ তুমি কেন কৃত্রিম...

কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল ।

কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল ।

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পরে - কিউবা বিশাল বিপদে পড়ে গিয়েছিল । কোল্ড ওয়ার এর সময়ে কিউবাকে দেয়া সোভিয়েত সাহায্য বন্ধ হয়ে যায় ।এই সাহায্যের মাঝে ছিল কৃষি যন্ত্রপাতি, সার, ট্রাক্টর । যে কারনে, যন্ত্র নির্ভর এবং কেমিকেল সার নির্ভর কিউবার কৃষি উতপাদন ব্যাপক...