কুলাউড়া টি রিসোর্ট
এমন কিছু হবে যা আগে হয়নি বাংলাদেশে !
হব্বিট জোন
আমরা কল্পনায় দেখেছি হব্বিট জোন, নর্ড অফ দ্যা রিংস মুভিতে ! আমরা এটা বানাতে চাই টিলায় – আমরা টিলা কাটব না অবশ্যই !
আমরা থিম রিসোর্ট করতে চাই !
গ্লাস হাউজ
ছাদসহ দেয়াল সবই গ্লাসের এমন কটেজ করতে চাই, যেখানে জোছনা রাতে চাঁদ, অমাবস্যায় তারা দেখাসহ, বৃষ্টির সময়ে ছাদে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে বিছানাইয় শুয়ে এটা দেখার ব্যাবস্থা থাকবে, আবার ইচ্ছে হলেই পর্দা টেনে প্রাইভেট রুম বানিয়ে ফেলা যাবে ।
পিংক জোন
মেয়েদের দ্বারা পরিচালিত, শুধুই মেয়েদের জন্য আলাদা একটা জোন করা হবে – কটেজ এবং আলাদা সুইমিং পুলসহ । বিছানার চাদরসহ, গাছের ফুল পর্যন্ত সেখানে পিংক কালারের হবে ।
প্রাইভেট জোণ
পুরোপুরি পর্দার সাথে কিছু কটেজ থাকবে – আমাদের দেশে যারা ধার্মিক, পর্দা সহ পরিবারকে নিয়ে সময় কাটাতে চান এমন কোন রিসোর্ট নাই । আমরা তাদের জন্য আলাদা জোন করতে চাই যেখানে তারা পর্দাসহ সময় কাটাতে পারবেন ।
সাইক্লিং
সাইকেল থাকবে আশেপাশের সাইট সিয়িং এর জন্য
গলফ কার্ট
গলফ কার্টের মত কার্ট থাকবে আশেপাশের গ্রুপ সাইট সিয়িং এর জন্য ।
বিকেল এ গাইড
বিকেল এ গাইড আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসবে – আমরা শুধুই রুম ভাড়া দিতে চাই না, সার্ভিস দিতে চাই।
আমরা প্রজেক্ট এ বিনিয়োগ নিচ্ছি
মালিকানা শেয়ার
আমর এই প্রজেক্ট এ মালিকানা শেয়ার দিচ্ছি, যায়গা সহ মালিকানা পুরো প্রজেক্ট এ । এ আজীবন এর জন্য বিনিয়োগ হবে, বাৎসরিক লাভ পাবেন ।
১০০০ শেয়ার এ বিনিয়োগ
১০০০ শেয়ার বিনিয়োগকারীদের জন্য দেয়া হচ্ছে – প্রতি শেয়ার মূল্য ৩ লাখ টাকা । সব মিলিয়ে ৩০ কোটি টাকার ফান্ড রেইজ করা হবে । ফ্রেশি ফার্ম বিনিয়োগ করবে ১০ কোটি + পরিচালনা এবং পুরো প্রজেক্ট এর বাস্তবায়নের দায়িত্ব সম্পুর্ন ফ্রেশি ফার্ম এর ।
৫০% বিনিয়োগকারিরা পাবেন
বিনিয়োগকারিদের জণ্য যা লাভ আসবে তা ৫০% বিনিয়োগকারিরা পাবেন শেয়ার অনুপাতে – ৫০% পাবে ফ্রেশি ফার্ম । এটা বাতসরিক ঘোষণা করা হবে ।