ফিলিপাইন কালো আখ

আমরা ১ একর জমিতে এই জাতের আখ লাগিয়েছি ।

এ আখ অনেক নরম,
হাতের নখ দিয়েও চামড়া ছাড়ানো যায়।

অন্য যে কোন আখ থেকে এই
আখের মিষ্টতা অনেক বেশি।

এই আখ অনেক নরম হওয়ার কারণে
কামড় দিলে রসে মুখ ভরে যায়।

বাচ্চা আর বৃদ্ধ মানুষ অতি
সহজেই এই আখ খেতে পারবে।

এই আখের বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কৃষক লাভবান হবে বেশি।

বাজারে যে আখগুলো আমরা দেখতে পাই সেগুলা সাধারণত সবোর্চ্চ ১০ ফিট বা তার একটু বেশি হয়ে থাকে, কিন্তু ফিলিপাইন জাতের আখের উচ্চতা প্রায় দ্বিগুন হয়  (১৭/১৮ ফুট)।